
জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে আলোচিত চাঞ্চল্যকর জোড়া খুন মামলার ঘটনার সাথে জড়িত ০৪ জন আসামি গ্রেফতার ও বিজ্ঞ আদালতে ০১ জনের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশক্রমে জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) এর নেতৃত্বে,
জেলা গোয়েন্দা শাখার অফিসার-ফোর্স ঘটনার পর থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান
পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত ০৪ জন আসামি কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ০১ জন আসামি ঘটনার সাথে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ।
গ্রেফতারকৃত আসামি ০১) মোঃ উসমান আলী (২১), পিতা- মোঃ আখতারুজ্জামান @ ফুটু হুজুর, সাং- হরিনগর স্কুলপাড়া, ০২) মোঃ বাবুল @ বাবু ঝাপড়া, পিতা- মোঃ আবুল হোসেন, ০৩) মোঃ রুহুল আমিন (৫০), পিতা- মৃত কাবির রহমান, ০৪) মোঃ আব্দুল মান্নান (৪২), পিতা- মোঃ তাবজুর হোসেন সকলের সাং- নামো সুন্দরপুর, থানা – শিবগঞ্জ, জেলা – চাঁপাইনবাবগঞ্জ। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।










