মেহেরপুরে ডিবেট ক্লাব গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
Spread the love

মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে মেহেরপুরে ডিবেট ক্লাব গঠন, ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মউক হলরুমে আমদহ ইউনিয়নের সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত অনুষ্ঠানে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৮ম-১০ম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে ২১ সদস্য ভিত্তিক ডিবেট কমিটি ও ক্লাব গঠন করা হয়। কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভাই প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আশাদুজ্জামান সেলিম।
এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজাউল হক, শিক্ষক মিনারুল ইসলাম ও ইয়ুথ ফোরামের সভাপতি নাফিউল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মউকের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদ।
সবাই ডিবে ক্লাব কি, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং ছাত্র-ছাত্রীদের করণীয় এবং দায়-দায়িত্ব, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে বিশদ আলোচনা করেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।
এ সময় স্থানীয় ইউপি সদস্য, ইয়ুথ ফোরামের সদস্য, শিক্ষকবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31