
বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) – ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে বাদেকাড়াপাড়া পল্লী মঙ্গল সমিতির মাঠে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মল্লিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় গোটাপাড়া ইউনিয়ন ৩-২ গোলে ষাটগম্বুজ ইউনিয়ন-কে এবং বারুইপাড়া ১-০ গোলে রাখালগাছি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।










