
যমুনার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর। বিলিন হতে বসেছে ডান তীর রক্ষা বাধের অন্তত ৫০০ মিটার এলাকা । স্হানীয়দের দাবি দ্রুত প্রয়োজনিয় ব্যবস্হা নেওয়ার আর প্রশাসন বলছে সমস্যা সমাধানের উদ্দেগ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদীর অংশ পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে নদীর ভয়াবহ ভাঙন। ভাঙনে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নদীর ডান তীর রক্ষা বাধ। পাউবো সুত্রে জানা জায় ঃসকালে সিরাজগঞ্জ শহর হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭৭ মিটার। গত ২৪ ঘন্টায় ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপত সিমার ১ দশমিক ১৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেলো একসপ্তাহে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন, কৈজুরি ইউনিয়ন, খুকনি ইউনিয়ন, জালাল পুর ইউনিয়নসহ বাধের প্রায় ৫০০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। শুধু তাইনয় হুমকির মুখে আছে যমুনা নদীর তীরবর্তী এলাকার তিনশতাধিক বাড়িঘর ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। ভাঙনকবলিত মোঃ জাহাঙ্গীর হোসেন জানান,জরুরি ভিত্তিতে আমরা একটি স্হায়ী বাধ চাই। এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, সিরাজগন্জ ৬ আসনের সংসদ সদস্য জননেতা চয়ন ইসলাম এমপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর ডানতীর রক্ষা বাধের জন্য সাড়ে ছয় কিলোমিটার এলাকাজুড়ে ৬৫০ কোটি টাকা ব্যায়ে বাঁধ নির্মাণ কাজ হতে নেওয়া হয়েছে। বাধের নির্মাণ কাজ চলছে । বাধের নির্মাণ কাজের জন্য আরো একবছর কাজের মেয়াদ বাড়ানো হয়েছে।










