
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজং ইউনিয়নের মহাদেবের দোকান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশু পুত্র। এ সময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ফকিরহাট উপজেলা হাপাতালে ভর্তি করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে তিন আরোহী যশোর গদখালী এলাকায় যাওয়ার পথে মহাদেবের দোকান সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরে বলেন, তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে










