
গত ১১ই’ জুন নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়ন এর সোমপাড়ায় ডুবাই প্রাবাসী সৌরভ হোসেনের কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ায় তার দোকানে তালা জুলিয়ে দেয়, এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যায়
নোয়াখালী চাটখিল উপজেলার প্রতিনিধি অনলাইন নিউজ পোর্টাল (এসএফ টিভি নিউজ বিডি) সাংবাদিক এমরান হোসেন সোহাগ, স্থানীয় সন্ত্রাসী সেলিম ও তার ছেলে হারুন জনসম্মুখে সাংবাদিক এমরান হোসেন কে এই বিষয়ে সংবাদ প্রকাশ করতে নিষেধ করে, এবং তারা নিউজ করলে তাকে গুলি করে হত্যার হুমকি দেয়, বিষয়টি মোবাইলে ভিডিও ধারণ করতে চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে টানাহেঁচড়া করে মারধর করতে নিলে স্থানীয় লোকজন এসে সাংবাদিক এমরান হোসেন কে সন্ত্রাসীরদের হাত রক্ষা করে, এই বিষয়ে সাংবাদিক এমরান হোসেন সোহাগ বাদি হয়ে চাটখিল থানায়, দুইজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
ভিউ: ২৮৬










