
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কুয়োতলায় ঢাকাগামী এসবি পরিবহণের সাথে মুখোমুখী সংঘর্ষে ৩০ বছর বয়সে রাজিবুল নামের এক গরু ব্যবসয়ীর মৃত্যু হয়েছে।
বুধবার ( ১২ জুন ) সকাল ৮ টার দিকে আলমডাঙ্গা- হাটবোয়ালুয়া সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাজিবুল আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের বুদো মন্ডলের ছেলে।
ব্যাবসয়ী রাজিবুল সকলা ৮টায় তার নিজ গ্রাম হারদী থেকে মোটরসাইকেল যোগে হাটবেয়ালিয়া বাজারে ট্রাকে গরু লোর্ড দেওয়ার জন্য যাচ্ছিল। রাজিবুল কুয়োতলা নামক স্থান অতিক্রম করার সময় ঢাকাগামী এসবি পরবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে রাজিবুল গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী তে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু রাজিবুল চিকিৎসাধীন অবস্থায় তার কিছুক্ষণ পরেই
সকাল সাড়ে আটটার দিকে মারা যায়।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া বলেন ব্যাবসয়ী রাজিবুল সকলা ৮টায় তার নিজ গ্রাম হারদী থেকে মোটরসাইকেল যোগে হাটবেয়ালিয়া বাজারে ট্রাকে গরু লোর্ড দেওয়ার জন্য যাচ্ছিল। কুয়াতলা নামক জায়গায় দুর্ঘটনা হয় এবং ঘটন স্থানে পুলিশ পাঠানো
হয়েছিল, শুনেছি কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়েছে,তার পরিবার থেকে অভিযোগ করলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে










