
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য দুর্যোগ ঝুঁকিহ্রাস ও আপদকালীন পরিকল্পনা প্রনয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় টেকনাফ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ পৌরসভা প্যানেল মেয়র ১ ও কাউন্সিলর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টেকনাফ পৌরসভার প্রকৌশলী জসীমউদ্দীন ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির আয়োজিত এবং বাংলাদেশ ডিজিস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডি পিসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) থৌথ বাস্তবায়ন এবং জার্মান রেড ক্রস এর সহযোগিতায় উপকূলীয় অঞ্চলের দুর্যোগ সমূহ বাংলাদেশের বিপদাপন্নতা বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত মূলক প্রজেক্টরের মাধ্যমে গৃহীত প্রকল্পের উপর উপস্থাপনা করেন,বিডিপিসি ডেপুটি ডাইরেক্টর মলওয়ে সেকি ও সহযোগিতায় বিডিপিসি ডকুমেন্টারী অফিসার মাহবুব। উক্ত গৃহীত উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা বিষয়ে মতামত মূলক আলোচনা করেন, দুর্যোগ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জহির হোসেন এম এ, এবং সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী। অথিতিবৃন্দ বক্তব্যে বলেন,গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের সুপারিশ মালা নিয়ে অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, টেকনাফ দুর্যোগ প্রবণ উপজেলা এবং এখানে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে এ জনপদের মানুষ প্রকৃতির সাথে লড়াই করে বেচে আছে। বিশেষ করে টেকনাফ পৌর শহরটি পানীয় জলের দুর্যোগের সাথে বসবাস করে আসছে। এ সমস্যা উত্তোরনে সহযোগিতা নিতান্ত দরকার। কর্মশালায় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ পৌরসভার প্যানেল মেয়র-২ হাফেজ এনামুল হাছান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সাংবাদিক।










