
চুয়াডাঙ্গায় কবিরাজ নামে এক ব্যাক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১জুন শনিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৮) একই উপজেলার যুগিরহুদা সুবদিয়ায় গ্রামের মৃত বেছের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে যুগিরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারে সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই ছিলেন গ্রাম্য কবিরাজ। পাশাপাশি তিনি কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মালোয়েশিয়া প্রবাসী। গতকাল শুক্রবার বিকেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।










