
কাজিপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন।
ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। শনিবার বিকাল ৪টায় থানায় দায়িত্ব পালন কালে হঠাৎ বুকের ব্যাথা অনুভব হয়ে অসুস্থ হয়ে পরেন উপ পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক। তাত্ক্ষণিক তার সহকর্মীরা কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৃনা জানান হাসপাতালে আনার সংগেই তাকে ইসিজি করানো হয় তার অবস্থার অবনতি দেখা যায় চিকিৎসা চলাকালীন সময়ে বিকাল ৫ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কে জানান। কাজিপুর থানার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং নিকটতম আত্নীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে । মৃত্যুকালে তার তার বয়স ছিলো ৪২ বছর। মৃত্যুকালে আব্দুর রাজ্জাক ১ স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে না ফেরার দেশে চলে যান। তিনি কাজিপুর থানায় প্রায় সাড়ে তিন বছর কর্মরত ছিলেন।










