জনমত জরিপে ঝুলন দত্তের চশমা প্রতীক এগিয়ে
Spread the love

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন-২৪ আগামী ২৯মে বুধবার সকাল ০৮ একটান বিকাল ০৪টা পর্যন্ত অনুষ্ঠিত হইবে।

২৯ তারিখ চট্টগ্রাম জেলায় পটিয়া,আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী উপজেলাসহ মোট চার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হইবে। আজ ২৪মে শুক্রবার বন্ধের দিন পটিয়া উপজেলার আটজন ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী নিয়ে এই প্রতিবেদক পটিয়া উপজেলা ভোটাও সমাজ সচেতন ভোটের কৌশল বিশেষজ্ঞ সাবেক বর্তমান বিভিন্ন জন প্রতিনিধি ব্যবসায়ি সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা তরুণ প্রজন্মের প্রতিনিধি নতুন ভোটার সহ প্রায় শতাধিক মানুষের কাছে প্রশ্ন করে জানতে চাওয়া হয় ভাইস চেয়ারম্যান (পু্রুষ)আটজন প্রার্থীর মধ্যে আজ পর্যন্ত আপনাদের দৃষ্টিতে কোন প্রার্থী সবদিকে এগিয়ে আছে বলে আপনারা মনে করেন?উত্তরে প্রায় সবায় একবাক্য বলতেছেন “চশমা প্রতীক “এগিয়ে আছে।চশমা প্রতীক হচ্ছেন পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ গ্রামের তরুণ সমাজকর্মী ঝুলন কান্তি দত্ত। কারন হিসাবে জানতে চাওয়া হলে সবায় বলেন- অন্যান্য প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও অন্যকোন প্রার্থী ঝুলন দত্তের মতো এতো পরিশ্রম করে দিনরাত পটিয়ার ১৭টি ইউনিয়ন,একটি পৌরসভা এই বিশাল এলাকার প্রতিটি ঘরেঘরে যাচ্ছে মনে আমাদের জানা নেই।ঝুলন দত্ত চশমা প্রতীকের ভোট চাওয়ার কৌশলীও আলাদা! সকলকে পায়ে ধরে সালাম প্রণাম করে নিজের আপনজনদের মতো জড়িয়ে ধরে এতো ভদ্রনম্র ভাবে বিনয়ের সহিত ভোট চাচ্ছে এবং বলতেছে আমি আপনাদের সন্তান আপনাদের সেবা করতে চাই।আবার কেউ বলছে অন্যান্য প্রার্থীদের এরা পোষ্টারে ছবিতে দেখেছেন। কিন্তু বাস্তবে এখনো অনেক প্রার্থীকে আমরা দেখিও নাই।
সেই হিসাবে চশমা মার্কা জনমত জরিপে আজকের দিন পর্যন্ত এগিয়ে আছে, অনেকই সরাসরি বলছেন আমরা চশমা মার্কার ঝুলন দত্তকেই ভোট দিবো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31