
আলমডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি চাচা হামজারুলকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা হারদী ইউনিয়নের ওসমানপুর দক্ষিণপাড়ার গ্রামের জহুরুল ইসলামের ছেলে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে হামজারুল ইসলাম কে আটক করেছে পুলিশ।
২৩ শে মে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে বাড়ির পাশে মাঠের ঘাসের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে জানায় শিশুটির পরিবার।
স্থানীয়ভাবে বিষয়টা জানাযা নি হলে
পরিবার থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালের কর্তব্যরত ডাক্তার চিকিৎসা না করে আলমডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়। এবিষয়ে রাতে আলমডাঙ্গা থানায় শিশুটির পিতা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়েরের পর আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত হামজারুলকে আটক করে নিয়ে আসে।
ধর্ষণের অভিযোগে আটক হামজারুল ইসলাম (১৮) উপজেলার ওসমানপুর দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। হামজারুল ইসলাম, তিনি ওই ঘটনা ঘটিয়ে
পালিয়ে যায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে ।
শিশুটির পিতা ফারুক শেখ জানায়, আমি গরিব মানুষ। পাখি ভ্যান চালিয়ে সংসার চালায়। আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটি ছোট। সে ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী। প্রতিবেশী জহুরুলের একটি মেয়ে আছে তার সাথে আমার মেয়ে খেলাধুলা করে। বৃহস্পতিবার বিকালের আমার মেয়ের সাথে অভিযুক্ত হামজারুলের বোন খেলা করছিল। হামজারুল আমার মেয়েকে ডেকে বাড়ির পাশে ঘাসের জমিতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে এসে সব খুলে বলে। আমরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তারা বলে এটা পুলিশ কেস। আপনারা আগে থানায় যান। পরে আমরা থানা এসে ওসি সাহেবের নিকট ঘটনা খুলে বলি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটি পিতা লিখিত অভিযোগ ডায়ের করেছেন। অভিযুক্তকে আটক করে আইনগত সম্পন্ন শেষে জেল হাজতে পাঠানো হয়েছে










