
২৩ মে বৃহস্পতিবার মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় প্রাঙ্গনে ২৯ তম জাতীয় “কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৪” এর উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্টেড প্রশান্ত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে আগত ৫-১৬ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ কৃমিনাশক ঔষধ মেবেন্ডাজোল ৫০০ মিঃ গ্রাম সেবন করানো হয়।পরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মাগুরা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে মাগুরা সরকারি শিশু পরিবার (বালিকা) এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।










