
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস চুয়াডাঙ্গা ও উপজেলা নির্বাচন অফিস চুয়াডাঙ্গার আয়োজনে আজ ১৬মে ২০২৪ খ্রিঃ বেলা ১০:০০টায় ভোট গ্রহণকারী (প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

এসময় পুলিশ সুপার মহোদয় উপজেলা নির্বাচন কেন্দ্রিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব মোতাওয়াক্কিল রহমান, জেলা নির্বাচন অফিসার, চুয়াডাঙ্গা; ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা; জনাব শেখ সেকেন্দার আলী, পিপিএম-সেবা,অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গাসহ ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।

ভিউ: ২২২










