
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও খাদ্যবিভাগের উদ্যোগে সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি ও গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি। এ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি মহোদয় বলেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে,তারা অনেক কষ্ট করে ফসল ফলায়,তাই তাদের ফসলের ন্যার্য মূল্য দিতে হবে। পাশা পাশি তাদের যথাযোগ্য সম্মানও দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষকদেরকেও আধুনিক কৃৃষি উপকরণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।জানা গেছে,২০২৩/২৪ অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় উপজেলায় ১৯ হাজার ৫শ ৫২ মেট্রিক টন চাল ও ১২ হাজার ৯শ ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৫ টাকা ও প্রতি কেজি ধান ৩২ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার।এ কার্যক্রম চলবে আগষ্ট মাস পর্যন্ত। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও)মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অটো মেজর হাসকিন রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, শ্যামগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্হিত ছিল মোঃ মিজানুর রহমান রতন,এ এস এম দেলোয়ার হোসেন সাঈদ,শাকিল মাহমুদ,শাহিন মাহমুদ শামীম সহ প্রমুখ।উল্লেখ্য একই দিনে তিনি গৌরীপুরের মজা পুকুরের ভিত্তি প্রস্তর স্হাপন করেন,গৌরীপুরের রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং গৌরীপুর রেলওয়ে স্টেশনকে অত্যাধুনিক স্টেশন হিসাবে নির্মাণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।










