যাত্রীদের পদচারণে মুখর হাজী ক্যাম্প
Spread the love

হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মূল ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেকটর। মোতায়েন করা হয়েছে শতাধিক আর্মড পুলিশ, পুলিশ ও আনসার সদস্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণে মুখর হয়ে উঠেছে রাজধানী উত্তরার আশকোনায় অবস্থিত হাজি ক্যাম্প। গত ৮ ই মে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম ২০২৪-এর শুভ উদ্বোধন করেন। এ বছর হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে ৯ ই মে বৃহস্পতিবার সকালে।

গতকাল দুপুরে হাজী ক্যাম্পে সরেজমিনে দেখা যায়, হজযাত্রীদের উপস্থিতিতে ক্যাম্প সরগরম হয়ে উঠেছে। হজযাত্রীরা ক্যাম্পে এসে প্রথমে রিপোর্ট করছেন। এরপর ক্যাম্পের ডরমিটরিতে গিয়ে বিশ্রাম নিচ্ছেন অনেকে। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মূল ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেকটর ও তথ্য সহায়তা কেন্দ্র । এ ছাড়া মূল ফটকের পাশেই রয়েছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। মোতায়েন করা হয়েছে শতাধিক আর্মড পুলিশ, পুলিশ ও আনসার সদস্য। হাজিদের সার্বিক সহযোগিতায় এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বাংলাদেশ রোভার স্কাউটের প্রতিনিধিরা।

নিরাপত্তার স্বার্থে হজযাত্রী ছাড়া তাঁদের সঙ্গে আসা আত্মীয়স্বজনদের ক্যাম্পে প্রবেশে মাইকে ঘোষণা দিয়ে নিরুৎসাহিত করছেন। হজযাত্রীদের অভ্যর্থনা, ক্যাম্পের আবাস্থলে পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবা, কাস্টমস ও ইমিগ্রেশনে সহায়তা, তথ্যকেন্দ্রে সহায়তা, স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে বাংলাদেশ রোভার স্কাউট। যাত্রীরাও ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ক্যাম্পে অবস্থানরত বরিশাল থেকে আগত মোঃ গোলাম ফারুক বলেন, ‘সবকিছু ভালো। সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি।’ খুলনা থেকে স্ত্রী-পুত্র সঙ্গে নিয়ে হজ পালনের জন্য ক্যাম্পে অবস্থানরত জহির আহমেদের কণ্ঠেও একই সুর। সার্বক্ষণিক সহযোগিতা পেয়ে হজ্ব অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার আবু তাহের বলেন, এখানে আমাদের কয়েকটি প্রক্রিয়ায় কাজ, যেগুলো হাতে করতে হয়, তাই যথেষ্ট সময়ের প্রয়োজন। প্রথম দিকে একটু সমস্যা হয়, তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা হজযাত্রীদের হাতে পাসপোর্ট দিয়ে দেব। হজ্ব যাত্রীরা বিড়ম্বনার শিকার হবেন না।’ প্রথম ফ্লাইটের ৪১৯ জনের মধ্যে ৩৯৩ জনের পাসপোর্ট তাঁদের হাতে পৌঁছেছে বলে তিনি নিশ্চিত করেন। প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে সহস্রাধিক যাত্রী সৌদি আরবের উদ্দেশ্য রওনা দিচ্ছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31