
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের মোশারফ হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক শখের বশে আনারস চাষ শুরু করেন। জানা গেছে, আব্দুর রাজ্জাক বাড়ির আঙিনায় ২০২২ সালে মালটা বাগানে আনারস চাষ শুরু করেন, সর্বপ্রথম ২০১৫ সালে তিনি বাজার থেকে দুটি আনারস খাওয়ার জন্য কিনে নিয়ে আসেন বাড়িতে আনারস দুটির মাথা ক্রাউন লাগালে একটি মারা যায় অন্যটি থেকে কয়েক মাস পরে একটি আনারস ফল ধরে, পরের বছর একই গাছ থেকে আরো একটি আনারস ফল ধরে, ২০২১ সালে পাঁচটি গাছ লাগান আব্দুর রাজ্জাক। কৃষক আব্দুর রাজ্জাক বলেন প্রায় ২৫০টি আনারস গাছ এখানে লাগানো রয়েছে, গাছে ফল এসেছে পাকা আনারস খেতে সুস্বাদু মিষ্টি ও রসালো সাথী ফসল হিসেবে আনারস চাষ অনেক লাভজনক। আনারস চাষ জেলায় ছড়িয়ে দিতে পারলে ফলের চাহিদা পূরণ হবে আর অন্য জেলা থেকে আনারস আনতে হবে না ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলায় কৃষকদের আনারস চাষে আগ্রহী করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে সহজে চারা সংগ্রহ করা যায় সেজন্য কাজ করছে। এলাকায় অনেক কৃষি উদ্যোক্তা প্রতিদিন তার আনারস বাগান দেখতে ভিড় করছেন।










