
১০/০৫/২০২৪ ইং রোজ শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জামজামি বাজারে ভলিবল মাঠে ভলিবলের একটি প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে জামজামি পি. এম. ডি. ক্লাব কর্তৃক আয়োজিত এ খেলায় চাঁরটি দলের অংশগ্রহণ করে এবং বিকেল ৩.০০ ঘটিকায় খেলাটি শুরু হয়। খেলাটি দুইজন দক্ষ রেফারির পরিচালনায় পরিচালিত হয়। তারা দুইজন হলেন ১। মোঃ আক্তারুজ্জামান ও ২। রবিউল ইসলাম। উক্ত খেলার সভাপতিত্ব করেন মোঃ আবু তৈয়ব আলি। (গুরু) সার্বিক সহযোগিতায় ছিলেন জামজামি বাজার কমিটির সভাপতি মোঃ গোলাম শওকত, বিশিষ্ট ব্যবসায়ি কেরামত আলি মোঃ আব্দুর রহিম, মোঃ জামাল মন্ডল, মোঃ কামরুল হাসান। জানা গেছে জামজামি সহ আসেপাশের অঞ্চলে ভলিবলের প্রান হিসেবে সবার কাছ যে নামটি বেশি পরিচিত তিনি হলেন মোঃ আবু তৈয়ব। সবাই তাকে গুরু বলেই চেনে। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারনে এই অঞ্চলে ভলিবলের মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিলো। তিনি আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন সেই আনন্দে এই টুর্নামেন্টের আয়োজন। দীর্ঘদিন পর এমন খেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শকবৃন্দ খেলাটি আনন্দের সাথে উপভোগ করেন। উক্ত খেলায় রানার্সআপ হয় ঝিনাইদহ জেলার মোঃ আতাহার আলির ( আর্মি অবসর প্রাপ্ত) দল এবং চ্যাম্পিয়ন ট্রফি জিতেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সিরাজনগরের মোঃ আব্দুল্লাহ এর দল। খেলাটি ৬.৩০ মিনিটে পুরুষ্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।










