
আগামী (২১/৫/২০২৪) তারিখ ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। আসন্ন উপজেলা নির্বাচন যেনো সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়, এবং ভোট কেন্দ্রে যেনো কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে প্রতিদন্দী প্রার্থীদের সংঙ্গে নোয়াখালী জেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দেওয়ান মাহবুবুর রহমান” (জেলা প্রশাসক ও বিঙ্ঘ জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন “শারমিন আরা” অতিরিক্ত জেলা প্রশাসক, নোয়াখালী ও রিটার্নিং অফিসার)।
আরও উপস্থিত ছিলেন “শেখ এহসান উদ্দিন” ( উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাটখিল)।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুর রহমান তার বক্তব্যে জানান কোনো প্রার্থী যদি উপজেলা পরিষদ নির্বাচন আচরন বিধি মালা লঙ্ঘন করে এবং সেটি প্রমাণিত হয় তাহলে উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল সহ জরিমানা ও ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে। তিনি আরও বলেন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল অথবা প্রার্থীর পক্ষের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনের পুর্বে এই বিধিমালা লংঙ্গন করিলে অনধিক ৫০ (পন্ঞাশ) হাজার টাকা জরিমানা করা হবে।
নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে জানান, চাটখিলের সুষ্ঠ নির্বাচন এর জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও সহযোগীতা করবো।
এ সময় চাটখিল আসনের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, তিন তিন বারের উপজেলা চেয়ারম্যান ও এক্টিব ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। উপস্থিত ছিলেন,
মাটি ও মানুষের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আনারস প্রতীকে চাটখিল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজাদ খান। তিনি চাটখিলের সুষ্ঠ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন আহসান হাবীব সমীর,ভাইস-চেয়ারম্যান প্রার্থী তালা মার্কা চাটখিল উপজেলা।
উপস্থিত ছিলেন আলী তাহের ইভূ, চাটখিল উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ঊড়োজাহাজ মার্কা। এবং কলস মার্কায় চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোজিশাহীন অসুস্থ থাকায় তার পরিবর্তে উনার স্বামী উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ী আসন হতে ছিলেন আনারস মার্কায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ,ফ,ম বাবু।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের মেয়ে এবং হাঁস মার্কায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেগম রোকেয়া।










