কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে নুরলআবছার বিপুল ভোটের ব্যবধানে জয়ী
Spread the love

কক্সবাজার সদর উপজেলা পরিষদ৬ষ্ঠ ধাপের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রের প্রাথমিক ফলাফলে মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। [তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। বুধবার (৮ মে) কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত৬ষ্ঠ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ চলে। কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন। তার মধ্যে উপজেলার মোট ৮২ টি কেন্দ্রে বেসরকারী ফলাফল  ঘোষনা মতে মোট ভোট কাস্টিং হয়েছে ৬৪,৩৩৬ ভোট,তার মধ্যে মোটর সাইকেল প্রতীকে নুরুলআবছার পেয়েছেন ৩৬,৫৩৬ ভোট, তার নিকটতম প্রতিদন্ধিপ্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৭,৮০০ ভোট,৮,৭৩৬ ভোটের ব্যবধানে মোটর সাইকেল প্রার্থী নুরুল আবছারের কাছে বেসরকারী ফলাফলে জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মুজিবুর রহমান হেরেছে বলে জেলা নির্বাচন রিটার্নিংকর্মকর্তা বিষয়টিপ্রাথমিক ভাবে নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31