
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার প্রথম ধাপের ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। ৭মে মঙ্গলবার দুপুরে মাগুরার দুইটি উপজেলার ১৭৭ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট বক্সসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়া হয় । এসময় একটি কেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার , ৪জন সহকারী প্রিজাইডিং অফিসার , ১২ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।দুইটি উপজেলার ১৭৭ টি ভোট কেন্দ্রে ৮ মে ভোটের দিন সকালে ব্যালট পৌছে দেওয়া হবে। মাগুরার ২ টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন।
ভিউ: ২০১










