
মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরে চার টি ট্রেডের ১৪০ জন প্রশিক্ষণার্থীর নতুন শিফট উদ্বোধন ও ৬৮ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে প্রায় ৩ লাখ টাকা ভাতা বিতরণ করেন ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।৫ মে রবিবার দুপুরে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপ-পরিচালক মোঃ ইলিয়াসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিকেটার ও মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। এ
সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
ভিউ: ২০০










