
তৌহিদ, স্টাফ রিপোর্টার, মাগুরা:
২মে বৃহস্পতিবার মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (খুলনা অঞ্চল) মোঃ হুমায়ুন কবির,পুলিশ সুপার মাগুরা মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম সেবা (বার), জেলা নির্বাচন অফিসার মাগুরা ও রিটার্নিং অফিসার মোঃ মাসুদের রহমান।
প্রধান অতিথি মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, “নির্বাচনে সব প্রার্থীই শক্তিশালী আমরা চাই সব প্রার্থীই নির্বাচনে জয় লাভ করুক।কারন আমরা নিরপেক্ষ। আপনাদের সাথে কোন প্রার্থীর সম্পর্ক থাকলে কয়েকদিনের জন্য তাকে এবোয়েট করতে হবে।মাগুরায় গত নির্বাচন যেমন নিরপেক্ষ হয়েছে এবারের নির্বাচনও তেমনি হবে। এ ব্যাপারে প্রশাসন বদ্ধ পরিকর। আপনারা যেখানেই সমস্যা দেখবেন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবস্থা দেখে সংঙ্গে সংঙ্গে ব্যবস্হা গ্রহন করবো।সবশেষে সভায় আগত বিভিন্ন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।










