স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের ছবি ব্ল্যাকমেইলিং করায় ৪ জন গ্রেফতার
Spread the love

পাবনায় স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের ছবি, ভিডিও, অডিও ব্যবহার করে ফেসবুক পেইজের মাধ্যমে ভাইরাল করে ব্ল্যাকমেইলিং করার অভিযোগে ০৪ জনকে পাবনা জেলা গোয়েন্দা শাখা গ্রেপ্তার এবং মোবাইল ফোন, কম্পিউটার উদ্ধার করেছে।

ফেসবুকে হয়রানীর শিকার হয়ে একাধিক স্কুল-কলেজ পড়ুয়া ভিকটিম এর পরিবার পাবনা পুলিশ সুপারের নিকট অভিযোগ করেন তাদের মেয়েদের ছবি তাদের ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে Exposure & Confession Center Pabna-ECCP, The Boss, The Roast House, সত্য কথন ও ইসলাম, পাবনার অজানা তথ্য সহ অন্যান্য ফেসবুক পেইজ এর মাধ্যমে ছবি গুলো এডিট করে বিভিন্ন আপত্তিকর ছবি পোষ্ট করে আসছিল। পরবর্তীতে ফেসবুক পেইজ থেকে উক্ত ছবি গুলো ডিলিট করার জন্য পেইজ এডমিনগন ভিকটিমের নিকট টাকা দাবি করে আসছিল। তাদের দাবি মতো টাকা না দিলে আরো আপত্তিকর ছবি পোষ্ট করার হুমকি দিতো।
অভিযোগ প্রাপ্তির পর পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম এর নেতৃত্বে ওসি ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন, এসআই(নিঃ) বেনু রায়, কনস্টেবল মোঃ রিমন হোসেন, পিপিএম সহ ডিবির একটি চৌকশ টিম উক্ত ফেসবুক পেইজ এর এডমিনদের গ্রেফতারের জন্য তৎপর হন। টিম তথ্য প্রযু্ক্তির সহায়তায় ও অনুসন্ধানী নানান কৌশল ব্যবহার করে ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত এবং গ্রেফতারের লক্ষ্যে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। Exposure & Confession Center Pabna-ECCP পেইজ এর এডমিন আসামী ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, মোঃ ইমন আহাম্মেদ, মোঃ শাহরিয়ার কবির আকাশ এবং সত্য কথন ও ইসলাম এবং The Boss পেইজ এর এডমিন আসামী মোঃ হাসিবুল হাসান তন্ময়দের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা জানায় ফেস বুক পেইজ এর ইনবক্সে শত্রুতামুলক ভাবে বিভিন্ন ব্যক্তিগন তাদের নিকট মেয়েদের ছবি পাঠিয়ে তাদের ফেসবুক পেইজে পোষ্ট করতে বলতো। পরবর্তীতে তারা প্রাপ্ত মেয়ের ছবি এডিট করে আপত্তিকর বক্তব্য লিখে ভাইরাল করার হুমকি দিয়ে টাকা দাবি করতো এবং টাকা না দিলে তাদের ফেসবুক পেইজে পোষ্ট করতো।গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে উক্ত অপরাধের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং কম্পিউটার উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বাহিরে আরো বেশ কিছু গ্রুপের এডমিন রয়েছে যারা প্রতিনিয়ত সাইবার বুলিং করে যাচ্ছে। তারা সকলেই আমাদের নজদারিতে আছে। যে বা যারাই সাইবার ক্রাইম বা সাইবার বুলিং এ জড়িত থাকুক না কেন তাদের সকলের বিরুদ্ধে কঠোর আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের প্রেক্ষিতে পাবনা সদর থানার মামলা নং-৫৮ তারিখ ২৮/০৪/২০২৪ইং, ধারাঃ পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮(২)(৩) ধারায় আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31