
মো:জাহিদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা প্রশাসন উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বোরো ধান কর্তন উৎসব উদ্বোধন করা হয়।
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২৯ এপ্রিল সোমবার সকাল ১১ টায় সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগকে উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লারপুর ব্লকের আওদাধীন দক্ষিণ মন্দুয়ার গ্রামে কৃষক শ্রী বাঁধন সরকারের এক বিঘা( ৩৩ শতাংশ) জমির ব্রি – ধান ২৮ কর্তন উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো:কাউসার হাবিব, উপজেলা সহকারী ভূমি মো :আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মতিউর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো:রেজাউল করিম,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃমাহবুব আলম বসুনিয়া,উপজেলা উদ্ভিদ সংকরন অফিসার আব্দুল রব সরকার উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ রাহানুল হক রবার্ট প্রমখ।এছাড়াও উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক বিন্দু সহ উপস্থিত ছিলেন অনেকে। এ বিষয়ে উপজেলা কৃষি কৃষি অফিসার কৃষিবিদ, মতিউল আলম বলেন চলতি বোরো মৌসুমী উপজেলা জুড়ে কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে উন্নত জাতের ধান চাষাবাদ করা হয়েছে। কৃষকেরা বলেন এবার আমরা লাভবান হয়েছি কেননা কোন ধরনের ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত হয়নি। এমনকি প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবার বাম্পার ফলন,










