
আজ উলিপুর উপজেলা ৩ নং দুর্গাপুর ইউনিয়ন পাঁচ পীর ডিগ্রী কলেজ মাঠে দুপুর ৩,টায় ভিজিএফের চাল বিতরণ শেষ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩ নং দুর্গাপুর ইউনিয়নের ভিজিএফ সহায়তা পাচ্ছেন ইউনিয়নের প্রায় ৮০০, হাজার পরিবার।এ সব চাল ঈদের আগে বিতরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে । অতিদরিদ্র অসহায় ও দুস্থ পরিবার গুলোর যাতে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সে কারণে অতিদ্রুত সময়ের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরন শেষ করা হয়। সেজন্য জন প্রতি ১০ কেজি করে চাল পবেন।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান , কুড়িগ্রাম জেলার অতিদরিদ্র,অসহায় পরিবারের জন্য ইউনিয়ন গুলোতে ভিজিএফ’এর চাল বরাদ্দ দেয়া হয়েছে।ইতমধ্যে জেলা এবং উপজেলার গুলোর মধ্যে চাল বিতরণ শেষ হলোয় দলীয় স্লিপ না দেওয়ায় সমস্যা সৃষ্টি হয়। ফলে আজ ২১ দিন পর দলের সকলের সম্মতিতে এই চাই বিতরণ শেষ করেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম মিয়া ( সাঈদ )এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ডি, কৃষিবিদ মোঃ মাসুদ রানা উপ-সহকারি কৃষি অফিসার উপজেলা উলিপুর কুড়িগ্রাম এবং ইউনিয়ন সচিবসহ ওয়ার্ডের সকল মেম্বার গন ও আরো অনেকে।এবং সকল অসহায়, অতিদরিদ্র মানুষেদের থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।দুর্যোগ ব্যাবস্থপনা ও ত্রাণ মন্ত্রণায়লের অধীনে ভিজিএফ কর্মসূচি শেষ করেন।










