
কক্সবাজারের টেকনাফের হ্যাচারখাল এলাকা থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,শনিবার (২৭এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ১কিলো মিটার দক্ষিণ-পূর্ব দিকে হ্যাচারখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল হ্যাচারখাল এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে হ্যাচারখাল এলাকার দিকে আসতে দেখে।তাদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা একটি পোটলা ফেলে দিয়ে দ্রুত ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।










