
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার এক নং ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামের এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত লাটা হাম্বার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুটুল আহমেদ নামের (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত টুটুল আহমেদের পিতার নাম মোঃ ইখলাস আলী এ সময় আহত হয়েছেন আরও দুই জন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের নাম জামিরুল ইসলাম ও মিলন আলী গত বৃহস্পতিবার ২৫ শে এপ্রিল রাত দশটায় উপজেলার খোরদ কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল আহমেদ সহ আহত দুজনের বাসা একই গ্রামে মহেশপুরে। স্থানীয়রা জানান, মহেশপুর নিজ বাড়ি থেকে ভালাইপুর মোড়ে যাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন দ্রুত গতিতে, খোরদ কবরস্থানের সামনে পৌঁছালে সামনে থেকে দ্রুত গতিতে ছুটে আসা লাটা হাম্বা ইঞ্জিন গাড়ি এসে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।










