হ্নীলায় একটি কৃষক পরিবার কে ডাকাত সাজিয়ে এলাকা ছাড়া করে ফায়দা লুটছে মহল বিশেষ
Spread the love

কক্সবাজারের টেকনাফের হ্নীলা পশ্চিম পান খালী ভিলেইজার পাড়াএলাকার একটি দরিদ্র কৃষক পরিবার কে পাহাড়ী ডাকাত সাজিয়ে একটি ষড়যন্ত্র কারী মহল প্রশাসন কে মিথ্যা উদ্ভট তথ্য দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।
জানাযায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পান খালীস্থ ভিলেইজার পাড়া এলাকার  মৃত,উমর আলীর ছেলে জামালউদ্দিন( ৪২) জামালউদ্দীনের দুই ছেলে আলমগীর(২০) ও মাদ্রাসা পড়ুয়া ছেলে জাহাঙ্গীর (১৬) কে বড় লেচুয়াপ্রাং এলাকার একটি প্রভাবশালী মহল পরিকল্পিত ষড়যন্ত্রের  অংশ হিসেব পাহাড়ী ডাকাত,অপহরণ কারী চক্রের সদস্য, ও অস্ত্র ব্যবসায়ী সাজিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও প্রশাসন কে  দালাল চক্রের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে এলাকাছাড়া করে নিজেরা ফায়দা লুটছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর সাথে কথাবলে জানা গেছে জামাল কোন সন্ত্রাসী,চোর,ডাকাত,ও অস্ত্রবাজ নয়। সে একজন সাধারণ কৃষক,কিন্তু সাধারণের মধ্যে  আবার অসীম সাহসের অধিকারীইবটে, যারা এলাকার অসহায় কৃষক যারা পাহাড়ী এলাকায় চাষাবাদ করে জীবন যাপন করছে তাদের রক্ষা কবচ হিসেবে সবাই কে সাথে নিয়ে পাহাড়ী হাতির পাল থেকে ফসল রক্ষার কাজে নিয়োজিত থেকে সহযোগিতা  করে থাকে।
তার অসীম সাহসের কারণে প্রকৃত পাহাড়ী ডাকাত গ্রুপ যাদের কে পুঁজি করে এলাকার কোটিপতি প্রভাবশালীরা আরো কোটি পতি হওয়ার স্বপ্ন দেখে তারা  বে সামাল।
একমাত্র জামালের অসীম সাহসই  তার কাল।তাই তাকে এলাকা থেকে পরিকল্পিত ভাবে সরিয়ে দিয়ে

দরিদ্র এই কৃষক পরিবারটির সহায় সম্পদ ও ভিটে বাড়ী জবর দখল করার জন্য  তাকে এলাকাথেকে সরানোর হীন অপচেষ্টা  চালিয়ে যাচ্ছে মহলটি।

ভুক্তভোগী  জামাল সাংবাদিকদের  জানিয়েছন তিনি কখনো সন্ত্রাসী,ও ডাকাত ছিলেন না।তাকে পরিকল্পিত ভাবে এসব বানিয়েছে এলাকার কিছু প্রভাবশালী।তিনি প্রশাসনের কাছে জোর দাবী জানিয়ে বলেছেন আপনারা এলাকায় আসেন তদন্ত করেন যদি আমি ঐ সমস্ত কাজের সাথ জড়িত আছি প্রমাণ করতে পারলে আপনাদের পক্ষ থেকে যে শাস্তি দেয়া হয়না কেন আমি মাথা পাতি নেব। সুতারাং আমাকে একটু  আপনারা সহ যোগিতা করুন।
আমি এসমস্ত অপবাদ নিয়ে আর বাঁচতে চায়না বলে জানান।####

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31