
মোঃ ইয়াকুব আলি লালমনিরহাট প্রতিনিধি: বাবা-মাকে বাঁচাতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় এক চোখ হারিয়ে ফেলে কলেজ পড়ুয়া আনিছুর রহমান (২০)।
গত বছরের ১৯ নভেম্বর লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন বাউরা ইউনিয়নের আনিছুর রহমানের ডান চোখ উপড়ে ফেলার ঘটনায় তোলপাড় পুড়ো উপজেলা। গ্রামের চিহ্নিত ভূমিদস্যুরা ধারালো ছুরি দিয়ে আমার ডান চোখ তুলে নিয়েছে। এক চোখ নিয়ে কোনোমতে বেঁচে আছি। এখন বাম চোখটিও উপড়ে ফেলার হুমকি দিচ্ছে বলে সোমবার (২২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে আনিছুর ও তার পরিবার। আনিছুর বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।সংবাদ সম্মেলনে আনিছুর ও তার বাবা একথা সাংবাদিকদের কে একথা বলেন
ভিউ: ২০৪










