
পিরোজপুর কাউখালী উপজেলায় ৪ মাছ বিক্রয়কারিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল প্রদান করা হয়েছে।
২২ এপ্রিল (সোমবার) সকাল ১০ ঘটিকার সময় কাউখালী দক্ষিণ বাজারে মাছ বিক্রয়ের সময় ৪ নং চিড়াপাড়া ইউনিয়নের মোঃ মাইনুল হোসেন ও মোঃ জমির শেখ কে পোনা মাছ বিক্রির সময় আটক করে ১৯৫০ এর সুরক্ষা আইনে ২ জনকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মোঃ সগীর হোসেন ও মোঃ সাগর হোসেনকে পঁচা মাছ বিক্রির জন্য ২০০৯ এর ভোক্তা অধিকার আইনে ২জনকে ৩দিন করে মোট ছয় দিন সাজা প্রদান করেন। অতঃপর পোনামাছ ইয়াতিমখানায় এবং পঁচা মাছ কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও উপজেলা নৌ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ও তার সংগিয় দল। নির্বাহী কর্মকর্তা বলেন পোনা মাছ ধরা, ক্রয়-বিক্রয় দন্ডনিয় অপরাধ এবং কেমিক্যাল যুক্ত পঁচা মাছে শরীরের জন্য ক্ষতিকর তাই আমাদের অভিযান চলমান থাকবে।










