গাবুরা মৃ’ ত্যু ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ
Spread the love

 

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। মৃতব্যক্তির আনুমানিক বয়স (৩০) বছর। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে শ্যামনগর থানা পুলিশ।

শ্যামনগর থানা সূত্রে জানানো হয়, গত ১৮ই এপ্রিল বৃহস্পতিবার রাতে গাবুরা ইউনিয়নে ১০নং সোরা গ্রামের সাইফুলের মৎস্য ঘের সংলগ্ন কালভার্টের ওপর থেকে মৃত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশ। এবং উক্ত অজ্ঞাত ব্যক্তির বাম ব্রুতে কাটা দাগ, বাম হাত ও বাম পা স্বাভাবিকের তুলনায় চিকন। ও পরনে ছিল মেরুন রং এর গেঞ্জি ও কালো রং এর ট্রাউজার। এ সংক্রান্ত শ্যামনগর থানায় গত ১৯ শে এপ্রিল ২০২৪ একটি অপমৃত্যু মামলা রুজু হয়। যার নম্বর ১১/২৪। ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে শ্যামনগর থানার ডিউটি অফিসার (০১৩২০-১৪২২৮৮) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-১৪২২৮৩) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31