
আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় আহত ববিতার অবস্থা আশংকাজনক
মোঃমনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে এক গৃহবধু হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওই গৃহবধুর নাম ববিতা আক্তার (৩২)। গত ১৫ এপ্রিল তিনি ছিনতাইকারীদের কবলে পড়ে হামলার শিকার হন। ববিতার কলেজ পড়ুয়া সাজ্জাদ নামের এক ছেলে সন্তান রয়েছে। আহতের পারিবারিক সূত্র জানায়, ববিতার স্বামী নাদিম মন্ডল অসুস্থ থাকায় প্রায় ৬ মাস আগে তিনি তার একটি কিডনী স্বামীকে দান করেছেন। এ অবস্থায় গত ১৫ এপ্রিল তিনি তার বাসা বাইপাইল থেকে ফুচকা খেতে ছেলেকে সাথে নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রিক্সা যোগে বাইপাইল আসতে থাকেন ববিতা। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবিব পাম্পের কাছে গেলে মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা এসে ববিতার ব্যাগ ও গলায় থাকা স্বর্ণের চেইন টেনে নিয়ে নেয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের টানা-হেচড়ায় ববিতা চলতি রিক্সা থেকে মহাসড়কে পড়ে যান। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান এবং রক্ত ঝড়তে থাকে। সংজ্ঞাহীন অবস্থায় ববিতাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন তার কলেজ পড়ুয়া ছেলে ও প্রত্যক্ষদর্শীরা। ঐদিনই তার অবস্থার অবনতি দেখে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।কবিতা আক্তারের কলেজ পড়ুয়া ছেলে সাজ্জাদ মন্ডল বলেন, আশুলিয়ার বাইপাইল এলাকায় সন্ধ্যার পর মোটরসাইকেল দিয়ে প্রতিদিন ওইখানে ছিনতাই এর ঘটনা ঘটে। ছিনতাই এর ঘটনা পুলিশের নাকের ডকার সামনে প্রতিদিন ছিনতাই হয়। পুলিশ দেখিও না দেখার ভান করে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনী সুদৃষ্টি কামনা করছি।তিনি আরো বলেন, আমার মায়ের জন্য দেশবাসীসহ সকলের তার জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসে।এবিষয়ে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিউর কর্তব্যরত চিকিৎসকরা বলেন, ববিতার অবস্থা আশংকাজনক। এখনও তার জ্ঞান ফেরেনি।সেইসাথে ছিনতাই নিয়ন্ত্রণে পুলিশকে ব্যবস্থা নিতে আহবান জানিয়েছেন জানিয়েছেন তার শ্বশুর শাহজাহান মন্ডল।










