
খাগড়াছড়ি গুইমারা উপজেলায় ত্রিপুরা র প্রধান উৎসব বৈসু উপলক্ষে পাহাড়ে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলার ও পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য খোকনেশ্বর ত্রিপুরা তিনি বলেন, হারি বৈসু মধ্য দিয়ে গঙ্গা দেবী মাকে ফুল দিয়ে পূজা করে সম্প্রদায়ের মানুষ বৈসু উৎসবের সূচনা করেন। এই উৎসবের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় নতুন বছরকে স্বাগত জানানো হয়। আরো বলেন পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি উৎসব আর বৈসাবি উৎসব পাহাড়ের সকল সম্প্রদায়ের যেন মিলন মেলা। এই উৎসবের মাধ্যমে পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির সুদূরপ্রসারী হবে।সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, বাবু মেমং মারমা (চেয়ারম্যান গুইমারা উপজেলা পরিষদ ) বাবু নির্মল নারায়ণ ত্রিপুরা ( চেয়ারম্যান গুইমারা ইউনিয়ন) বাবু এিদিব নারায়ণ ত্রিপুরা ( মৌজা প্রদান) বাবু দীনময় ত্রিপুরা প্রমূখ।










