ফরিদপুরে উদযাপিত হচ্ছে ‌ পবিত্র ঈদ-উল-ফিতর
Spread the love

মুসলিম ধর্মাবলাম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। এ‌‌ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ০৭ঃ ৩০ মিনিটে শহরের চাঁনমারীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এ সময় নামাজে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য একে আজাদ,
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার , জেলা জজ আকবর আলী শেখ, পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের ,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ’র শান্তি,সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যান কামনায় মহান আল্লাহ পাকের দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অপরদিকে জেলা শহরের অন্যান্য ঈদগাহ, মসজিদ ও বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদ-উল- ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলার অন্যান্য উপজেলায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঈদ-উল- ফিতরের নামাজে অংশ প্রহন করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31