
কক্সবাজারের উখিয়া উপজেলার বিট কর্মকর্তা মোঃসাজ্জাদুজ্জামান হত্যার প্রধান আসামী ডাম্পার চালক বাপ্পী কে চট্টগ্রাম বন্দর থানাএলাকা থেকে আটক করেছে উখিয়া থানা পুলিশ,পরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উখিয়া থানা পুলিশ।
০৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ০১ টার দিকেএ ঘটনা নিয়ে উখিয়া থানা হলরুমে বিস্তারিত ব্রিফিং করেন উখিয়া সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. রাসেল। এসময় উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি জনাব মো. শামীম হোসাইন, তদন্ত ওসি সহ থানার অন্যান্য অফিসার গন, পুলিশ যদি সৎ সাহসিকতা নিয়েএগিয়ে যায় যে কোন অপরাধীকে নিমিষেই পরাস্থ করা কোন ব্যাপার না। যার প্রমাণ বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার আসামীকে দ্রুত তম সময়ের মধ্যে চট্টগ্রাম থেকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা। এঘটনার জন্য পুলিশ আজ দেশব্যাপী সমাদৃত হয়েছে।
ভিউ: ২৩০










