
২৮শে রমজান রোজ সোমবার বরিশালের হিজলা উপজেলাধীন, বড়জালিয়া দারুল উলূম কওমী মাদ্রাসায়, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার প্রধান হাফেজ, হাফেজ আহমাদুল্লাহর সভাপতিত্বে, হিজলা উপজেলায় আজ পর্যন্ত যত কোরআনের হাফেজ হয়েছে, তাদের সকলের নাম এবং মোবাইল নাম্বার একত্রিত করে, হাফেজদের মিলন মেলা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ৷ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৷
বরিশালের চরমোনাই জামিয়া ইসলামীয়া মাদ্রাসার শাইখুল হাদীস, মুফতী আব্দুল মান্নান সাহেব ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৷ কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খাঁন ৷ হযরত মাওলানা আব্দুল মতিন, পরিচালক বড়জালিয়া দারুল উলূম কওমী মাদ্রাসা ৷ অনুষ্ঠান শেষে প্রদান অতিথি এবং বিশেষ অতিথিদের গিপট প্রদান করেন ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আহমাদুল্লাহ ৷ প্রদান হাফেজ কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা ৷ সার্বিক তত্তাবধানে ছিলন, হাফেজ মাওলানা মুফতী এনামুল হাসান নাঈম, হাফেজ মোঃ আল আমিন, হাফেজ মোস্তফা কামাল নোমানী ৷










