
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাঁচ নং গাংনী ইউনিয়নের আসমানখালী এলাকার বিবাহিত এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
তথ্য সূত্রে জানা যায়, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই মোঃ টিপু সুলতান এর ছেলে রাশেদুল ইসলাম (২৫) ঈদের কেনা কাটার টাকা না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আসন্ন ঈদে ঈদের কেনা কাটার জন্য অভিভাবকের নিকট টাকা চাইলে তারা দিতে অপারগতা প্রকাশ করে। এতে করে ঈদের কেনা কাটাকে কেন্দ্র করে বাক বিতন্ডতার এক পর্যায়ে রাশেদুল ইসলাম অভিমান করে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে গাংনীর তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম বলেন, পরিবারের সাথে ঝামেলা হওয়ার কারণেই হয়তো বা সে আত্মহত্যা করেছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মৃত দেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্মে প্রেরণ করা হয়েছে।
ভিউ: ৩০৮










