
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভী পাড়ার নবী হোসেনের দুই ছেলে আয়াছ উদ্দিন (২৫) ও জয়নাল আবেদীন (২৯),নবী হোসেনের মেয়ে এবং মৃত সলিম উল্লাহর স্ত্রী বদুজ্জামান (৩৮)। এছাড়া গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী মৌলভী পাড়ার মৃত কবিরের ছেলে ইসমাঈল (৩০) তিনি জানান,রবিবার (১৭ মার্চ) ভোরে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের কতিপয় মাদক কারবারী টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়া এলাকার জনৈক নবী হোসেনের সেমিপাকা বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত ব্যক্তির বসতঘরের সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে একইদিনে টেকনাফ থানার মামলা নং ৬০, তাং ১৩/০৫/২০২১, ধারা-৩৭৯ পেনাল কোড মোতাবেক গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী ইসমাইলকে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরদিকে একইদিনে গত ১৭ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় র্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী হুমাইয়ুন কবির (২২), পিতা-শেখ উদ্দিন, সাং-পশ্চিম সাতঘরিয়াপাড়া, ০৭নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে এক কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়
অপরদিকে একইদিনে গত ১৭ মার্চ ২০২৪ তারিখ অনুমান ১৪.২০ ঘটিকায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের গ্রামীণ ব্যাংকের রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বন্ধু মোটরর্সের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশী অভিযান পরিচালনাকালে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রিবাহী বাসে যাত্রীবেশে থাকা একজন যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা ০২টি কাগজের কার্টুন তল্লাশী করে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় – মোঃ জাকির হোসেন (৫৫), পিতা- মোফাজ্জল হোসেন চৌকিদার, সাং-লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর, কক্সবাজার বলে জানা যায়। তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার পৃথক অভিযানে চকরিয়া থানায় টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।










