
পিরোজপুর কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ৪৩ জন হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে সিয়াম মাস উপলক্ষে, জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়।
অদ্য ১১মার্চ সোমবার বৈকাল ৫ ঘটিকার সময়,আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কাউখালী উপজেলা শাখার উদ্যোগে,উপজেলা চত্বরে ৫টি ইউনিয়নের ৪৩ জন হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী (২০কেজি চাল,ছোলা, চিনি,তৈল,চিড়া,মুরি ও ট্রাং)উপহার দেয়া হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর। স্বজল মোল্লা-উপজেলা নির্বাহী অফিসার কাউখালী,মোঃ হুমায়ুন কবির- অফিসার ইনচার্জ কাউখালী। মোঃ হুমায়ুন কবির-উপদেষ্টা মন্ডলী সদস্য, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নুরুজ্জামান খোকন, এছাড়াও উপস্থিত ছিলেন- মাহফুজা খানম মিলি- সাধারণ সম্পাদক, মেহেদী হাসান নয়ন সদস্য ও সহ-সভাপতি কাউখালী উপজেলা প্রেসক্লাব, এনামুল কিবরিয়া মেহেদী,নাঈম কাজী,মাহবুব হাসান,মোঃ সানাউল্লাহ (সদস্যবৃন্দ) সভাপতি বক্তব্যে বলেন এ ধরনের মানবিক কার্যক্রম ইতিপূর্বে আমরা করে আসছি এবং ভবিষ্যতেও সংগঠনের সকলের সহযোগিতায় অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে থাকবো। প্রধান অতিথি মুকিত হাসান খান এ ধরনের অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন।










