
আজ শুক্রবার ৮/৩/২০২৪ইং বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজারে, প্রতি বছরের ন্যায় এই বছরও, হিজলা ও কাজীরহাট থানার প্রতিটি মসজিদে খেজুর দেন, বিশিষ্ট সমাজ সেবক, দানবির, এফ এ আর গ্রুপের মাননীয় চেয়ারম্যান, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসার সভাপতি, লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, আলহাজ্ব আব্দুল কাদের ফারুক সাহেব ৷ তারই পক্ষ্য থেকে থেকে প্রত্যেক মসজিদে খেজুর বিতরন করেন ৷খেজুর বিতরনের পূর্বে, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খাঁন বলেন ৷ আব্দুল কাদের ফারুক সাহেব ১৯৯০ সাল থেকেই রমজান আসলে প্রতিটি মসজিদে খেজুর বিতরন করে আসছেন, তারই দ্বারা বাহিকতায় এবারও খেজুর বিতরন করেন, গত বছর তার মা, মোসাঃ লূৎফুন্নেছা ইন্তেকাল করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার বাবা আলহাজ্ব হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেবের অনেক বয়েস হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে তার জন্য ও দোয়া চান, এবং আব্দুল কাদের ফারুকের সুসাস্থ ও দির্ঘায়ু কামনা করেন, যাতে প্রতি বছর আপনাদের দান সদকা করে যেতে পারেন ৷










