
মেহেরপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে অর্ধ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে আমিনুল ইসলামের তামাক ঘরে তামাক পোড়ানোর সময় হঠাৎ করে তামাক ঘরে আগুন লেগে যায় ।এ সময় আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী হায়দার আলীর ছেলে মিলনের খড়ির ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তামাকসহ প্রায় অর্ধ লক্ষ টাকার খড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ভিউ: ২৮৭










