
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্য’র আলোকে খুলনার পাইকগাছায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কৃষি অফিসার ও কৃষি’বীদ অসীম কুমার দাশ, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছামিউল আলম। এসময়ে আরো উপস্থিত ছিলেন, কলেজ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
ভিউ: ২২৪










