
লম্বা ব্যাটিং লাইনআপের দল বরিশালের জয়ের রাস্তা অনেকটা সেখানেই পরিস্কার হয়ে গিয়েছিল।তামিম ইকবাল ও কাইল মায়ার্সের দারুণ ফিফটিতে সেই রাস্তা সহজেই পারি দিয়েছে বরিশাল। সোমবার ২৬ ফেব্রুয়ারি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দশম বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জারকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নেয় ফরচুন বরিশাল।
এই জয়ে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত হলো বরিশালের। সেই ম্যাচ জিতলেই ফাইনাল।
রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ন্স, এই দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া যেকোনো এক দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে বরিশাল।
ভিউ: ৩০৬










