
নওগাঁর মহাদেবপুরে বড় ভাইয়ের কাছে পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াই ছোট ভাইয়ের উপর অতর্কিত হা’ম’লা চালিয়ে রক্তাক্ত জখম ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার সাগইর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মতিউর রহমান ও মতিউরের স্ত্রী আক্ততার জাহান। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, কামরুল ইসলাম, নজরুল ইসলাম ও মাসুদ রানা। ভুক্তভোগী মতিউর রহমান জানান, বাবা মারা যাবার পর সমস্ত সম্পত্তি বড় ভাই কামরুল হাসান জোরপূর্বক ভোগদখল কল করে নেয়। এই সম্পত্তির ভাগ চাইতে গেলে চাচা নজরুল ইসলামের নির্দেশে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে বাম হাতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় আমার স্ত্রী বাঁচাতে গেলে তাকেও বিবস্ত্র করে এলোপাতাড়ি মারপিট করা হয়। তবে এসব বিষয় অস্বীকার করেছেন কামরুল ইসলাম ও নজরুল ইসলাম। অপরদিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।










