
জামাল উদ্দীন : নারীদের তৈরীকৃত হস্তশিল্প মেলা ২০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদী ও বিশেষ অতিথি টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মঞ্জুরুল আল,জাতিসংঘ প্রতিনিধি, অক্সফাম কক্সবাজার প্রোগ্রাম অফিসার মোস্তফা আলী,মুক্তি কক্সবাজার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম ও মুক্তি কক্সবাজার প্রোগ্রাম স্পেশালিস্ট অফিসার আশরাফুল হক,কক্সবাজার প্রোগ্রাম অফিসার ইউজি।বাংলাদেশ নারী প্রগতির সংঘ প্রজেক্ট ম্যানেজার শাহিদা পারভিন
মুক্তি কক্সবাজার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ফয়সাল বারির যৌথ সঞ্চালনায় বিদেশি এনজিও সংস্থা অক্সফামন সহ চারটি এনজিও সংস্থা কর্তৃক আয়োজিত এবং “উইন ওমেন” ও সুইডেন এর অর্থায়নে অনুষ্ঠানের শুরুর,আগে প্রধান ও বিশেষ অতিথি টেকনাফ,উখিয়া ও কক্সবাজার সদর উপজেলার উপকারভোগীদের ৮টি স্টল পোশাক ও হস্তশিল্প প্রদর্শনী পরিদর্শন করেন। প্রধান ও বিশেষ অতিথি বলেন,বাংলাদেশে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নে একযোগে কাজ করতে হবে।এনজিও সংস্থা
অক্সফাম সহ নয় হাজার প্রশিক্ষিত উপকার ভোগী নারীদের নিয়ে আথ’ সামাজিক উন্নয়নে জীবন জীবিকা ও নারী নেতৃত্ব ও ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদর এ তিনটি উপজেলায় এর অগ্রযাত্রা ২০২০ সালে শুরু হয় এবং ২০১৮ সালে নারী উন্নয়ন এবং ক্ষমতায়ন ও নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আইবর্ধনমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন ধরনের পোশাক ও হস্তশিল্পের দক্ষতা সৃষ্টি করে আসছে। নারীরা এ উন্নয়ন কাজে কারিগরি দক্ষতা অর্জন করে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। আজকের অনুষ্ঠান ও কাজের সফলতা তার প্রতিচ্ছবি। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সদরের স্থানীয় জনগোষ্ঠীর নারী নেত্রী শারমিন আক্তার প্রমুখ। মেলায় উপস্থিত ছিলেন,তিন উপজেলার উপকারভোগী নারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়া হয়।










