
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আনজিরা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন । এ সময় আহত হয়েছেন তার স্বামী ভ্যান চালক । সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর, ইউনিয়নের চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনজিরা খাতুন (৪৫) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তিনি আলমডাঙ্গা পৌর এলাকায় বাসা বাড়িতে কাজ করেন। আর তার স্বামী ভ্যানচালান। সোমবার নিজ গ্রাম থেকে স্বামীর ভ্যানে ছেলেকে নিয়ে আলমডাঙ্গায় যাচ্ছিলেন আনজিরা খাতুন। পথে আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছালে কুষ্টিয়া থেকে
বালিবোঝাই ট্রাকটি এসে চাপা দিলে আনজিরা খাতুন ঘটনাস্থলে মারা যান। এতে আহত হন তার স্বামী হামিদুল ইসলাম,ও তার ছেলেআশরাফুল হোসেন (৮) ধ্যান থেকে সিটকে পড়ে যায় । আলমডাঙ্গা থানার পরিদর্শক তদন্ত ওসি একরামুল হোসাইন বলেন, ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হবে এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।










