
পিরোজপুর কাউখালী উপজেলায় ২টি ড্রেজারকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
কাউখালী – হুলারহাট সংলগ্ন কালিগঙ্গা নদীতে ১৪ ফেব্রুয়ারি (বুধবার)
বৈকাল ৫:৩০ মিনিটের সময়, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনের সময়, বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০/১৫(১)ধারায়, দুইটি ড্রেজারের মালিক মোঃ রাব্বি হাওলাদার ছোট বিড়ালজুরী কাউখালী ও মোঃ রাসেল বেপারী, নেছারাবাদ স্বরূপকাঠি কে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন ভুমি উপ-সহকারী কর্মকর্তা, বাবু মানিক দাস এবং কাউখালী নৌ পুলিশ কর্মকর্তা, এস আই ফারুক হোসেন সহ-সঙ্গীয় ফোর্স।
ভিউ: ৩২৮










