
ডুমুরিয়ায় ভ’য়া’ব’হ দূ’র্ঘট’না’য় ইজিবাইক চালক ও পিতাপুত্রসহ নি’হ’ত ৫, আ’হ’ত ২
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক ও ইজিবাইক চালক পুত্রসহ ৫জন নিহত হয়েছেন।এঘটনায় দুই জন যাত্রী গুরতর আহত হয়েছেন তারা খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ।১০/২/২৪ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আঙ্গারদহা নামক স্থানে এ অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ,ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুকনগর থেকে একটি ইজিবাইক ড্রাইভার বিশ্বজিৎ নিজের স্ত্রী পুত্রসহ মোট ৬ জন যাত্রী নিয়ে ডুমুরিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে আঙ্গারদহা নামক স্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা খুলনা-মেট্রো-শ-১১-০৫১০ নম্বরের বেপরোয়া গতির একটি ট্রাক ইজিবাইকটিকে স্বজোরে ধাক্কা দেয়।প্রচান্ড আঘাত পেয়ে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ইজিবাইকে থাকা যাত্রী ডুমুরিয়া উপজেলার আঙ্গারদহা এলাকার আঃ হান্নান মেড়লের ছেলে সাব্বির হোসেন (২৫),বিলপাবলা এলাকার অপু বিশ্বাসের স্ত্রী নিপা বিশ্বাস (২৬),ইজিবাইক চালক জিয়েলতলা এলাকার বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস (৩৫), বিলপাবলা এলাকার অনিমেষ ঢালির স্ত্রী অমরী ঢালী(৪৫) ঘটনা স্থলে মৃত্যুবরন করেন । পরে ইজিবাইক চালক বিশ্বজিতের শিশু পুত্র অনি বিশ্বাস (৪)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়ে মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গুরতর আহত হয়েছেন- ইজিবাইক চালক বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৮) ও বিলপাবলা এলাকার শিশু অজিত ঢালি (৬)।
খবর পেয়ে স্থানীয় লোকজন, ডুমুরিয়া থানা,খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনা স্থলে পরিদর্শন করেন।এসময় তারা হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বিষয়টি নিশ্চিত করেন,থানা অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা ও ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।হাইওয়ে ওসি মোঃ আব্দুল হামিদ জানান ঘাতক ট্রাকটিকে আটক ও দূর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাক চালক সাজু খান শুকৌশলে পালিয়ে যায়। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের প্রতি গভির শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনা স্থলে ছুটে যান, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার( ভুমি)আশিস মমতাজ,শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য,উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।










