
বি এন পি নেতার প্রতিষ্ঠিত, কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গাজীপুরের কালিয়াকৈরের চাবাগান এলাকায় কাজী ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনিয়র শিক্ষক নাছিমা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও জেলা বি এন পির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল । এসময় তিনি বিদায়ী এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষার প্রশ্নপত্র ভালো ভাবে পড়ে ও বুঝে প্রশ্নপত্রের যথাযথভাবে উত্তর লেখার আহবান জানিয়ে বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ আলী আজম খান, মোঃ আতাউর রহমান, মোঃ রায়হান মোক্তার এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা জাকির, সনজিত কুমার মালাকারসহ অন্যান্যরা। এসময় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মালেক।










